গাজীপুর: গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের সারদাগঞ্জে শনিবার সকালে মজুরি নিয়ে ডানা সোয়েটার কারখানার শ্রমিকঅসন্তোষ হয়েছে। কারখানার দুই বিভাগের শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনায় আটজন আহত হন।
জয়দেবপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম জানান, উৎপাদন দর কম পাওয়ায় সকাল ১০টার দিকে নিটিং বিভাগের কয়েকজন শ্রমিক ও অপারেটরের সঙ্গে লিংকিং বিভাগের শ্রমিক ও অপারেটরের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে আটজন শ্রমিক আহত হন। এদের মধ্যে মো. শাহিন ও আলীকে স্থানীয় ইনসাফ কিনিকে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
কারখানার ব্যবস্থাপক মো. রবিউলের বরাত দিয়ে গাজীপুরের সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) মনোয়ার হোসেন জানান, যারা যে পরিমাণ কাজ করেছে তারা সেভাবেই মজুরি পেয়েছেন। কয়েকজন শ্রমিক উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১০