ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের ৫০ হাজার শীতবস্ত্র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের ৫০ হাজার শীতবস্ত্র ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার শীতবস্ত্র প্রদান করেছে বেসরকারিখাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

শনিবার (২০ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্যাংকটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এ শীতবস্ত্র হস্তান্তর করেন।



রোববার (২১ ডিসেম্বর) ব্যাংকটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহা. শামসুল হক উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ব্যাংক চলতি বছর শীতার্ত মানুষের মাঝে ৬ কোটি টাকা মূল্যমানের দুই লাখ ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহের মাধ্যমে এর অধিকাংশই এরইমধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।