ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শীতার্তদের মাঝে বিতরণের জন্য ৫০ হাজার পিস কম্বল হস্তান্তর করেন।
শনিবার(২০ ডিসেম্বর’ ২০১৪)গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ন্যাশনাল ব্যাংকের পক্ষে তিনি ওই পরিমাণ কম্বল প্রদান করেন।
এসময় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪।