ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবদুল মতিন ইসলামী ইন্স্যুরেন্সের সিইও

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
আবদুল মতিন ইসলামী ইন্স্যুরেন্সের সিইও মো. আবদুল মতিন

ঢাকা: মো. আবদুল মতিন সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে তিনি এই কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।



১৯৯০ সালে বীমা পেশায় আসা আবদুল মতিন সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানি, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি ইসলামী বীমার ওপর সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণে অংশ নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর(এমকম)ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।