ঢাকা: আগামী ২৪-২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রিহ্যাব হাউজিং ফেয়ারে ডিভাইন গ্রুপের ৫ তারকা মানের হোটেল প্রকল্পের ১টি স্যুট বুকিং দিলেই গ্রাহকরা পাবেন অস্ট্রোলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার সুযোগ।
সোমবার(২২ ডিসেম্বর’২০১৪) সকালে কোম্পানির বারিধারাস্থ কর্পোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. হাবিবুর রহমান।
এছাড়াও মেলা উপলক্ষ্যে এককালীন মূল্যে কক্সবাজারে ৮.৭৫ লাখ টাকার হোটেল শেয়ার মাত্র ৪.৮৫ লাখ টাকায় এবং কলাবাগান ১০০ লেক সার্কাস ডিভাইন খান ভিলার ফ্ল্যাট প্রতি বর্গফুট মাত্র ৫৫০০ টাকা মূল্যে বিক্রির ঘোষণা দেয়া হয়।
মেলার আগত দর্শনার্থীরা ডিভাইনের স্টল ভিজিট করলেই বিনামূল্যে র্যাফেল ড্র তে অংশ নিতে পারবেন এবং প্রতিদিন ৩জন বিজয়ী সেভেন হিল রেস্টুরেন্টের সৌজন্যে ১০ দিন কাপল বুফে ডিনার ফ্রি পাবেন।
সংবাদ সম্মেলনে মার্কেটিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মাসউদ, চিফ মার্কেটিং অফিসার এস.এম. শাহাদাত হোসেন বাহার, ডিজিএম গোলাম রাব্বানী মিলনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩,২০১৪