ঢাকা: প্রতিশ্রুতি অনুযায়ী বেসরকারি খাতের উন্নয়নে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) বর্তমান পরিচালনা পর্ষদ কাজ করছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মদ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে এফবিসিসিআই’র বার্ষিক সাধারণ সভায় তিনি এ দাবি করেন।
কাজী আকরাম বলেন, ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র, বেলারুশ, চীন, জাপান, ইটালি, মালয়েশিয়া ইত্যাদি দেশ সফর করেন। সফরকালে এসব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে এফবিসিসিআই প্রতিনিধিদল গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন।
সভায় কাজী আকরাম উদ্দিন আহম্মদ বলেন, নিয়মিত কাজের বাইরেও বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের মেয়াদকালে নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের সারমর্মও তুলে ধরেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন, প্রথম সহ সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪