ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাইলেই ব্যাংকের প্রধান নির্বাহীকে পদত্যাগ নয়

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
চাইলেই ব্যাংকের প্রধান নির্বাহীকে পদত্যাগ নয়

ঢাকা: এখন থেকে বিশেষায়িত ব্যাংক ছাড়া বাংলাদেশের কার্যরত সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের পদত্যাগে বাধ্য করা যাবেনা। এক্ষেত্রে কমপক্ষে ১মাস পূর্বে ব্যাংকের পক্ষ থেকে তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানাতে হবে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদন নিতে হবে।



মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, প্রধান নির্বাহী নিযুক্তি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এবং একইভাবে নিযুক্ত প্রধান নির্বাহীকে বাংলাদেশ ব্যাংকের পূবানুমোদন ছাড়া তার পদ থেকে বরখাস্ত, অব্যাহতি প্রদান বা অপসারণ করা যাবেনা।

ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক সাইফুল ইসলামের সই করা এ সংক্রান্ত নির্দেশনায় আরো বলা হয়, নিয়োগচুক্তির মেয়াদ পূর্তির আগে প্রধান নির্বাহী চুক্তি বাতিল করতে চাইলে বা স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে পদত্যাগের প্রকৃত কারণ উল্লেখ করে কমপক্ষে এক মাস আগে ব্যাংক পরিচালনা পর্ষদ চেয়ারম্যানের কাছে জমা দেবেন এবং একই সময়ে ওই কপির অনুলিপি বাংলাদেশ ব্যাংকে পাঠাবেন।

অন্যদিকে, নিয়োগচুক্তির মেয়াদ পূর্তির আগে ব্যাংক পরিচালনা পর্ষদ চুক্তি বাতিল করতে চাইলে বা প্রধান নির্বাহীকে পদত্যাগের নির্দেশ প্রদান করলে তার প্রকৃত কারণ উল্লেখ করে প্রধান নির্বাহীকে কমপক্ষে এক মাসের নোটিশ দিতে হবে এবং একই সময়ে ওই নোটিশের অনুলিপি বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে অপসারণের জন্য অনুমোদন নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনোভাবেই নিয়োগ চুক্তি বাতিল কিংবা তাকে পদত্যাগে বাধ্য করা যাবেনা।

একইভাবে প্রধান নির্বাহীর স্বেচ্ছায় পদত্যাগ, মেয়াদান্তে কিংবা অন্য কোনো কারণে উক্ত পদ শুন্য হলে ব্যাংক তাৎক্ষণিকভাবে শুন্য পদের ঠিক নিচের পদ থেকে কোনো যোগ্য কর্মকর্তাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে নিয়োজিত করে বাংলাদেশ ব্যাংককে জানাবে। তবে ভারপ্রাপ্ত হিসেবে ওই কর্মকর্তা সবোর্চ্চ ৩ মাস দায়িত্ব পালন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪/আপডেটেড- ১৯২০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।