ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেলায় বিশ্বাস বিল্ডার্সের ২০% ছাড়

সিনিয়র ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
মেলায় বিশ্বাস বিল্ডার্সের ২০% ছাড় ছবি: জনি/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রেতাদের ২০ ভাগ ছাড় দিয়েছে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে(বিআইসিসি) ৫ দিনব্যাপী রিহ্যাবের শীতকালীন আবাসন মেলায় এই ছাড় দেওয়া হয়।


 
বিশ্বাস বিল্ডার্সের স্টল থেকে জানানো হয়, এবারের মেলাতে প্রত্যাশার থেকেও অধিক সাড়া পাওয়া গেছে স্টলে। অনেক ক্রেতা বুকিংসহ বিশ্বাস বিল্ডার্সের নানা প্রকল্প সম্পর্কে সম্মূখ ধারণা নিয়েছেন। এতে করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে সামনের দিনগুলি ভালো যাবে।
 
বিশ্বাস বিল্ডার্সের ১৬টি প্রকল্পে বৃকিং নেওয়া হচ্ছে। ক্রেতারা চাহিদা অনুযায়ী নানা আকারের ফ্ল্যাট বুকিং দিচ্ছেন বলে জানানো হয়।
 
এরিয়া অনুযায়ী দাম নির্ধারণ করা হচ্ছে এসব প্রকল্পে। প্রতি বর্গফুটের দাম ৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পযর্ন্ত নির্ধারণ করা হয়েছে। যেমন মিরপুর-২ নাম্বারে অবস্থিত বিশ্বাস দিগন্ত প্রকল্পের প্রতি বর্গফুটের দাম ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। অপরদিকে গুলশানের  গ্রিক প্রকল্পের ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ধরা হয়েছে ২৫ হাজার টাকা।
 
বিশ্বাস বিল্ডার্সের সহকারী ব্যাবস্থাপক বিএম তাজনুর জামান বাংলানিউজকে বলেন, এবারের শীতকালীন রিহ্যাব মেলায় ভালো সাড়া মিলেছে। আমরা যা প্রত্যাশা করেছিলাম এর থেকে ভালো হয়েছে। মেলা উপলক্ষ্যে ২০ ভাগ পযর্ন্ত ছাড় দেওয়া হয়েছে। ’
 
‘মেলার পরিচিতিটা আমাদের অনেক কাজে লাগবে। তবে এর আগে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। দেশের পরিবেশ ভালা থাকলে সামনের দিনগুলি ভালো যাবে । আর যদি দেশের অবস্থা খারাপ হয় আমাদের অবস্থাও আরো খারাপ হবে। ’
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।