ঢাকা: রাজধানীর পল্টনের একটি বাড়ি থেকে মোহাম্মদ আলী নামে এক মিষ্টি ব্যবসায়ীর জব্দকৃত ৬১.৫৫ কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কারেন্সি অফিসার (মহাব্যবস্থাপক) মো. শহিদুর রহমান স্বর্ণগুলো গ্রহণ করেন।
এর আগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পল্টনের এক মিষ্টি ব্যবসায়ী মোহাম্মদ আলির বাড়ি থেকে ৬১.৫৫ কেজি ওজনের ৫২৮টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪