ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবার ভারতে চাল রফতানি করতে যাচ্ছে সরকার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
এবার ভারতে চাল রফতানি করতে যাচ্ছে সরকার ছবি : নাজমুল হাসান/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ভারতে চাল রফতানি করতে যাচ্ছে সরকার। এতো দিন বাংলাদেশই ভারত থেকে চাল এনে নিজেদের চাহিদা পূরণ করতো, তবে এবার চালের উৎপাদন বেশি থাকায় বাংলাদেশ থেকে ভারতে চাল যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।



সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই’র বাংলাদেশ সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে যে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ইতোমধ্যে শ্রীলংকায় বাংলাদেশ থেকে চাল গেছে। আমাদের প্রচুর চাল উৎপাদন হওয়ায় এবার ভারতেও চাল রফতানি করা হচ্ছে। ভারতে শুধু চাল রফতানিই নয়, আলু রফতানির ব্যাপারেও আগে সিদ্ধান্ত হয়েছে। যা বাস্তবায়ন বাকি।

মাহমুদ আলী আরো জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসে আমাদের উচ্চ ফলনশীল ধানের প্রযুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া চীনের সহযোগিতায় বাংলাদেশে একটি উচ্চ ফলনশীল ধান গবেষণা কেন্দ্র স্থাপনের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।