ঢাকা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নতুন শাখা খুলেছে জনতা ব্যাংক লিমিটেড।
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, জনতা ব্যাংকের পরিচালক আর এম দেবনাথ, নাগিবুল ইসলাম দীপু প্রমুখ।
এসময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪