ঢাকা: আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল-আরাফাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির স্কুল প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান এবং ব্যাংকের পরিচালক ও এআইবিএল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্জ হাফেজ মো. এনায়েত উল্লাহ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এ সময় স্কুলের প্রিন্সিপাল আলহাজ মো. এনামুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান স্কুলের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, আল-আরাফাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য অচিরেই ৫ বিঘা জমি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করেন। সমাপণীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্যান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪