ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৭ হাজার কোটি টাকার ১১টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
৭ হাজার কোটি টাকার ১১টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন ফাইল ফটো

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক)সভায় ৭হাজার ১৭ কোটি টাকার মোট ১১টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মোট ব্যয়ের মধ্যে জিওবি ২ হাজার ১শ ৭৬কোটি টাকা, সংস্থার নিজস্ব তহবিল ২৪ কোটি এবং প্রকল্প সাহায্য ৪হাজার ৮শ ১৭ কোটি টাকা।



অনুমোদিত মোট ১১টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ১০টি এবং সংশোধিত প্রকল্প ১টি।

মঙ্গলবার সকালে  শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১১টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।


একনেক সভায় মন্ত্রী পরিষদের সদস্যগণসহ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একনেক সভা পরবর্তী প্রেস ব্রিফিং এ পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল এই তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।