ঢাকা: বাংলাদেশ থেকে আরো পেশাজীবী ও দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন কাতারের শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হুসেইন আল-মোল্যা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে গেলে তিনি এ আগ্রহের কথা জানান।
আন্ডার সেক্রেটারি কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার মানসিকতায় ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি, বিশেষ করে পেশাজীবী ও দক্ষ জনশক্তি আমদানির বিষয়ে দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেন।
রাষ্ট্রদূত ও আন্ডার সেক্রেটারি দু’দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে সম্ভাব্য সরকারি সফরের বিষয়েও আলোচনা করেছেন।
সাক্ষাৎকালে কাতারে বাংলাদেশি শ্রমিক রফতানি বৃদ্ধিসহ মুসলিম ভ্রাতৃপ্রতিম এ দু‘দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত দক্ষ জনশক্তি তৈরিতে নানা প্রশিক্ষণ কর্মসূচিসহ বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আন্ডার সেক্রেটারিকে জানান।
বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি অব্যাহত রাখায় কাতার সরকারকে ধন্যবাদও জানান তিনি।
এছাড়া কাতারে অনুষ্ঠিতব্য ফিফা-২০২২ বিশ্বকাপ ফুটবল ও কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’কে সামনে রেখে বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের জনশক্তি নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটসহ অন্য সব আন্তর্জাতিক সভা সেমিনার অনুষ্ঠানে বাংলাদেশের অভিজ্ঞতা ২০২২ ফিফা বিশ্বকাপে কাজে লাগানোর জন্য রাষ্ট্রদূত আন্ডার সেক্রেটারিকে অনুরোধ করেন।
সৌজন্য সাক্ষাতে কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. মোহম্মদ সিরাজুল ইসলাম ও দূতালয় প্রধান কাজী মুহম্মদ জাবেদ ইকবাল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালে এ পর্যন্ত প্রায় ৮৬ হাজার বাংলাদেশি কাতারের শ্রমবাজারে প্রবেশ করেছে। যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪