ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদকে সামনে রেখে ওয়ালটনের ফ্রিজ বিক্রির ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ঈদকে সামনে রেখে ওয়ালটনের ফ্রিজ বিক্রির ব্যাপক প্রস্তুতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে বিক্রেতারা বলে থাকেন ফ্রিজ বিক্রির মৌসুম। কোরবানির মাংস সংরক্ষণের জন্য তাই ফ্রিজ কেনার ধুম চলে।

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই বেড়ে গেছে ফ্রিজ ও ফ্রিজার বিক্রি।

ঈদ যত ঘনিয়ে আসছে, বাড়ছে ফ্রিজ বিক্রির চাপ। দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন এবার গত ঈদুল আজহার তুলনায় প্রায় দ্বিগুণ ফ্রিজ বিক্রির প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশে ফ্রিজ বিক্রিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে তারা। এবারের টার্গেট ঈদে তিন লক্ষাধিক ফ্রিজ বিক্রি করার।

ওয়ালটনের চিফ মার্কেটিং কো-অর্ডিনেটর ইভা রেজওয়ানা বলেন, ফ্রিজের বাড়তি চাহিদার বিষয়টি বাজার গবেষণার মাধ্যমে আগেই বুঝতে পেরেছে ওয়ালটন। ফলে রোজার পরপরই বাড়ানো হয়েছে উৎপাদন। নতুন নতুন মডেল, আধুনিক ডিজাইন ও কালারের রেফ্রিজারেটর, টেলিভিশনসহ অন্যান্য পণ্য নিয়ে এসেছে ওয়ালটন। সরবরাহ চ্যানেল ঠিক রাখতে নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত মজুদ। ঈদের আগে পণ্য পরিবহনে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ। অন্যদিকে উৎপাদন বৃদ্ধির ফলে ওভারহেড কস্ট কমে গেছে। আর তাই কমেছে ফ্রিজ ও এলইডি টিভির দাম।

তিনি আরও জানান, ফ্রিজ বিক্রিতে এবার প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ওয়ালটন। গত বছরের কোরবানির ঈদের সঙ্গে তুলনা করলে এবার বিক্রির টার্গেট প্রায় দ্বিগুণ। এলইডি টিভি এবং এসি বিক্রিতে গত বছরের প্রথম আটমাসের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে প্রায় ৩৫ ও ৪০ শতাংশ। এছাড়াও, ওয়ালটন ব্র্যান্ডের মোবাইল ফোন, হোম ও ইলেকট্রিক্যাল পণ্য বিক্রিও ব্যাপকহারে বেড়েছে।

ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, গতবছরের মতো এবারও রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রির লক্ষ্য ওয়ালটনের। কোরবানি ঈদে তিন লক্ষাধিক ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঈদের মূল বেচাকেনা শুরু হওয়ার আগেই আগস্ট ও চলতি মাসের প্রথম সপ্তাহে বিক্রি হয়েছে প্রায় ২ দশমিক ২৫ লক্ষাধিক ফ্রিজ।

এমদাদুল হক সরকার বলেন, ফ্রিজ ছাড়াও ঈদকে কেন্দ্র করে ওয়ালটনের সব ধরনের পণ্যের বিক্রি বেড়েছে। সিআরটি টিভির দামে এলইডি টিভি দেওয়ার ঘোষণা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে এ বছর প্রায় ৪০ শতাংশ বেশি এলইডি টিভি বিক্রি করেছে ওয়ালটন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, বাজারে অন্যান্য ব্রান্ডের তুলনায় ক্রেতাদের চাহিদা, রুচি ও ক্রয় সক্ষমতা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির দৃষ্টি নন্দন পণ্য সরবরাহ করায় ক্রেতাদের পছন্দের শীর্ষে উঠে এসেছে ওয়ালটন। পাশাপাশি সব শ্রেণি-পেশার গ্রাহকদের কাছে প্রযুক্তি পণ্য পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ তিন বছরের সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের ঘোষণা বিক্রয় বৃদ্ধিতে ব্যাপক প্রভাব ফেলেছে। বিশেষ করে ওয়ালটনের আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক সারাদেশে বিস্তৃত। হাতের কাছেই মিলছে প্রয়োজনীয় সেবা।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।