ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
২০ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সব পোশাক কারখানার শ্রমিকদের ২০ সেপ্টেম্বরের মধ্যে ঈদ-উল আযহার বোনাস (উৎসব ভাতা) পরিশোধে মালিকপক্ষকে নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।

মঙ্গলবার (সেপ্টেম্বর ১৫) দুপুরে সচিবালয়ের নিজ সভাকক্ষে শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।



প্রতিমন্ত্রী বলেন, উৎসব ভাতা পোশাক আইনে নেই, তারপরও প্রত্যেক শ্রমিককে উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ঈদ। তাই কারখানা মালিকরা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সব পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করবেন।

এছাড়াও সেপ্টেম্বর মাসের ১৫ দিনের অগ্রিম বেতন পরিশোধের জন্যও পোশাক কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, স্বল্প পুঁজির পোশাক কারখানাগুলো ১৫ দিনের অগ্রিম বেতন না দিতে পারলেও অন্তত ১০ থেকে ১৫ শতাংশ করে হলেও শ্রমিকদের দেওয়ার চেষ্টা করতে হবে। যাতে করে প্রত্যেক শ্রমিক বাড়ি গিয়ে পরিবার-পরিজনদের সঙ্গে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন।

তিনি আরো বলেন, পোশাক কারখানার শ্রমিকদের জন্য একটি বিধিমালা প্রণয়ন করা হয়েছে। কয়েকদিনের মধ্যে সেগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।

বিদেশি কোম্পানিগুলো যাতে করে এ দেশের পোশাক শিল্পে আগ্রহী থাকে সেজন্য সাংবাদিকদের সাহায্য প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসএস/জেডএফ/এসএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।