ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিকদের কর্মবিরতিতে অচল ভোমরা বন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
শ্রমিকদের কর্মবিরতিতে অচল ভোমরা বন্দর

সাতক্ষীরা: পণ্য স্কেলিংয়ের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে এক শ্রমিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

এতে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।



ভোমরা স্থলবন্দর কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন বাংলানিউজকে জানান, বন্দরে সেজুতি এন্টারপ্রাইজের পণ্য স্কেলিংয়ের সময় কথা কাটাকাটির একপর্যায়ে সাতক্ষীরা ৩৮ বিজিবির উপ অধিনায়ক মেজর মোজাম্মেল হক অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুর সবুর ও গোলাম রসুলকে লাঞ্ছিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে কর্মচারী অ্যাসোসিয়েশনের ডাকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত মেজর মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, পণ্য স্কেলিংয়ের সময় বিজিবির নোট নেওয়ার নির্দেশনা ছিল। নোট নিতে গেলে আব্দুস সবুর ও গোলাম রসুল কারণ জানতে চেয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।

শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন এ বিজিবি কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।