ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উরি ব্যাংক বাংলাদেশের সঙ্গে আইটি কনসালটেন্সের চুক্তি

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
উরি ব্যাংক বাংলাদেশের সঙ্গে আইটি কনসালটেন্সের চুক্তি

ঢাকা: গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে আইটি কনসালটেন্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে উরি ব্যাংক বাংলাদেশ।

রোববার (ডিসেম্বর ১৩) গুলশান এভিনিউ এ ব্যাংকের কান্ট্রি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।



ব্যাংক থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ চুক্তির ফলে উরি ব্যাংক ’কিউ ক্যাশ’ নেটওয়ার্কে সংযুক্ত হয়ে এটিএম, পিওএস, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম এবং ই-কমার্স সেবা এবং ’ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ’ এ সংযুক্ত হতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উরি ব্যাংকের ছন কিউ কিম, কান্ট্রি ম্যানেজার ও মহাব্যাবস্থাপক জং উক পার্ক, উপ মহাব্যাবস্থাপক
ইয়ং উ লী, চিফ অপারেটিং অফিসার এবং আইটি কনসালটেন্স লি. এর পক্ষে কাজী সাইফুদ্দিন মুনির, ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান হায়দার, ডাইরেক্টর বিজনেস আহসানউল্লাহ চৌধুরী, ডাইরেক্টর অপারেসন্স।

এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।