ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সীমান্ত ব্যাংকের লোগো উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
সীমান্ত ব্যাংকের লোগো উন্মোচন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বিজিবি দিবসের অনুষ্ঠানে তিনটি হাসপাতাল ও বিজিবি সদস্যদের জন্য সীমান্ত ব্যাংকের লোগো নির্বাচন ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ ডিসেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের কুচকাওয়াজ ও প্রধান অতিথির বক্তব্য শেষে এসব কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।



প্রথমে বিজিবি সদস্যদের জন্য বহুল প্রতীক্ষিত ‘সীমান্ত ব্যাংক’-এর লোগো নির্বাচন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও ও খাগড়াছড়ির জালিয়া পাড়ায় ৫০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের কার্যক্রম উদ্বোধনের ফলক উন্মোচন করেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৯টার দিকে পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে আসেন।
 
প্যারেড গ্রাউন্ডে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

এসময় প্রধানমন্ত্রীকে বিজিবির চৌকস দল সশস্ত্র সালাম দেয়। এরপর প্রধানমন্ত্রী খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন।

এসময় বিজিবির চৌকস সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন এবং সালাম গ্রহণ করেন।

এরপর প্রধানমন্ত্রী বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড পদক, বাংলাদেশ বর্ডার গার্ড সেবা পদক, প্রেসিডেন্ট পদক ও প্রেসিডেন্ট সেবা পদক প্রাপ্তদের পদক পরিয়ে দেন।

পরে বিজিবি দিবসের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিজিবির বিভিন্ন ইউনিট ডিসপ্লে প্রদর্শন করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো বিজিবি ডগ স্কোয়াডের ডিসপ্লে।

ডগ স্কোয়াডের মাধ্যমে মাদকসহ অবৈধ দ্রব্য শনাক্তকরণের মাধ্যমে চোরাচালান ঠেকানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

এ সময় সাহসিকতার জন্য ৬০ জনকে বিজিবি সদস্যকে পদক দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএ

** পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে বিজিবি
** অতীতের থেকে আরো সুগঠিত বাহিনী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।