ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ‘ব্যাসেল-৩ বাস্তবায়ন ও ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।

সম্প্রতি ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ৩৫ কর্মকর্তা অংশ নেন।



সোমবার (২৫ জানুয়ারি) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

কোর্সের সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সনদপত্র বিতরণ করেন।

এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিস্ক ম্যানজমেন্ট ডিভিশন মো. জাহাঙ্গীর বিন হামিদ, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হরি নারায়ণ দাশসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।