ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস (বিএপিআই) এবং ভারতীয় ফার্মাসিউটিক্যাল মেশিনারি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন (আইপিএমএমএ) এর মধ্যে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অষ্টম এশিয়া ফর্মা এক্সপো’র এক ফাঁকে এই স্মারক স্বাক্ষরিত হয়।
আইপিএমএমএ’র প্রেসিডেন্ট মহেন্দ্র মেহতা এবং বিএপিআই’র মহাসচিব শাফিউজ্জামনের মধ্যে এই স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এ সময় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত থেকে দু’দেশের অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান এবং ফার্মাসিউটিক্যাল খাতে উভয় দেশের জন্য উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
তিনি এ খাতে ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান সুবিধা কাজে লাগানোর পরামর্শ দেন।
এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন হর্ষবর্ধন শ্রিংলা।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
টিআই