ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছুটির দিনে জমজমাট বাণিজ্যমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ছুটির দিনে জমজমাট বাণিজ্যমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শেষ হতে আর একদিন বাকি। মেলার ৩০তম দিন শনিবার (৩০ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জমে উঠেছে মেলা।


 
শেষের আমেজ, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন- দুয়ে মিলে সকালেই জমজমাট মেলা। মেলায় ভিড় বাড়ার সঙ্গে কেনা-বেচাও ছিল জমজমাট। আর তাই ক্রেতা-বিক্রেতা উভয়ের মুখেই রয়েছে হাসি।
 
শনিবার মেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনাথীরা প্রয়োজনীয় জিনিসপত্র দেখছেন। পছন্দ হলে কিনছেনও।
 
মেলায় ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা গেছে ক্রোকারিজ, ফার্নিচার, প্লাস্টিক, রফতানিমুখী কাপড়, জুতা, গহনা, কারুপণ্য, ইলেকট্রনিক জাতীয় পণ্যের প্রতি। বিভিন্ন গৃহস্থালি পণ্যের স্টল ও প্যাভিলিয়নেও মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় বিশেষ ছাড় ও কমিশন পেয়ে অনেকেই প্রয়োজনীয় পণ্যগুলো কিনছেন।
 
ক্রেতা-দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরে একবার বাণিজ্যমেলা হওয়ায় কোম্পানিগুলো মেলাকে কেন্দ্র করে নতুন নতুন ডিজাইনের পণ্য নিয়ে আসে। এসব পণ্যের চাহিদাও বেশি। তাই স্টক শেষ হওয়ার আগেই কিনছেন আগত লোকজন।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যুগ্ম সচিব রেজাউল করিম বলেন, মেলা শেষের দিকে ও ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জমে উঠেছে। সারাদিনই এমন জমজমাট থাকবে বলে আশা করা হচ্ছে।
 
রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে গত ০১ জানুয়ারি থেকে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
এসই/এএসআর

** সেলফি হয়ে যাক বঙ্গবন্ধুর সঙ্গে....

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।