ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রেতা-দর্শনার্থীতে মুখরিত ‘বাণিজ্য মেলা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ক্রেতা-দর্শনার্থীতে মুখরিত ‘বাণিজ্য মেলা’ ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সব বয়সী ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় শনিবার (জানুয়ারি ৩০) দিনভর মুখরিত ছিলো রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হওয়া  মাসব্যাপী‘ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা -২০১৬’।

ছুটির দিনে দর্শনার্থীদের স্রোতে মেলায় তিল ধারণের ঠাঁই নেই।

তাই বিক্রেতাদের মুখেও দেখা গেল সন্তুষ্টির ছাপ। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় ঘুরে এ দৃশ্য দেখা যায়।
বাংলাদেশ ছাড়াও মেলায় অংশ নিয়েছে বিশ্বের ২২টি দেশ। মেলা থেকে ক্রেতা দর্শনার্থীরা কিনছেন সুলভ মূল্যে প্রয়োজনীয় সব পণ্য।  

মেলায় অংশ নেয়া নাদিয়া ফার্নিচারের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) রনজিৎ রায় বলেন,  মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের আগমন ছিল সন্তোষজনক। আমরা মেলায় বিক্রির জন্য আসিনি। দর্শনার্থীদের নাদিয়ার পণ্যগুলো দেখানোই ছিলো মূল উদ্দেশ্য।

ব্যবসায়ী রফিকুল ইসলাম এসেছেন স্ত্রী সন্তান নিয়ে পরিবারের প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনতে। তিনি বলেন, সব প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখছি। অনেক জিনিসপত্র কিনেছি। বাইরের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে।

দুবাই মেলার বিক্রয় প্রতিনিধি আব্দুর রশিদ বলেন, শনিবার মেলায় দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা অনেক বেশি। আমাদের ক্রোকারিজ আইটেমের সবগুলো পণ্যই কমবেশি ভালো বিক্রি হয়েছে।

পাথর ব্যবসায়ী নজরুল ইসলাম গাবতলী থেকে এসেছেন গাড়ি দেখতে। ইফাদ অটো মোবাইলের একটি পিকআপ ভ্যান দেখেছেন তিনি। তবে বাইরের তুলনায় দাম খুব বেশি কম নয় বলে দাবি করেন তিনি।
 
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যুগ্ম সচিব রেজাউল করিম বাংলানিউজকে বলেন, মেলা শেষের দিকে ও ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জমে উঠেছে।

রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে ১ জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।