ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবি ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
রবি ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট চুক্তি

ঢাকা: বিশেষ কল রেট, কল কনফারেন্সিং সুবিধা, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি এবং ইন্টারনেটসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগের জন্য মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে কর্পোরেট চুক্তি সই করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (এনএলআইসি) লিমিটেড।

রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যঁ-মাইকেল আর্নড শানুট ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও জামাল মোহাম্মদ আবু নাসের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।


 
সম্প্রতি রাজধানীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স টাওয়ারে এ চুক্তি সই হয়। রোববার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে রবি।

এনএলআইসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব এস্টাব্লিশমেন্ট এনামুল হক উপস্থিত ছিলেন।

রবি’র পক্ষে ছিলেন এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন, ভাইস প্রেসিডেন্ট একেএম নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার মুস্তফা কামাল ইউসুফ, কর্পোরেট ফিন্যান্সের জেনারেল ম্যানেজার সৈয়দ কামরান মনজুর ও ম্যানেজার মো. মনিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।