ঢাকা: প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ মামলার তদন্তের প্রয়োজনে রাজধানীর ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন দুদকের উপপরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল।
গ্রেফতাররা হলেন- সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক ভুইয়া, সহসভাপতি মো. আমির খোকন, সাধারণ সম্পাদক মো. আলী আক্কাস ও সাবেক সভাপতি মো. মকবুল হোসেন খান।
গত বছরের ৬ ডিসেম্বর এ চারজনের বিরুদ্ধে মামলা করেন রফিকুল ইসলাম।
গ্রেফতারদের দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রমনা থানায় নেওয়া হয়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে হাজির করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. আনোয়ারউল্যাহ খন্দকারের কাছ থেকে দু’টি চুক্তিপত্রের মাধ্যমে সমবায় সমিতির অনুকূলে দুই দফায় ৪১ লাখ ১৬ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু চুক্তিপত্র অনুসারে ওই টাকা ফেরত না দিয়ে পুরো টাকাই আত্মসাৎ করেন অভিযুক্তরা।
দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪০৬/৪২০/১০৯ ধারায় মামলাটি অনুমোদন দেয় কমিশন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এডিএ/এএ