ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফারমার্স ব্যাংকের জরিমানা মওকুফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ফারমার্স ব্যাংকের জরিমানা মওকুফ

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরের মালিকানাধীন ফারমার্স ব্যাংকের জরিমানা মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৬তম সভায় জরিমানা মওকুফের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।


 
এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি ঋণের তথ্য গোপনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
 
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, অনিয়ম করার কথা স্বীকার করে জরিমানা মওকুফ করতে গত সপ্তাহে আবেদন করে ফারমার্স ব্যাংক। আবেদনটি কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় উথাপন করা হলে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন পায়।
 
ছয়টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩৮ কোটি ২৬ লাখ টাকা ঋণ বিতরণের তথ্য পরিদর্শনে উঠে আসার পর এ জরিমানা করেছিল বাংলাদেশ ব্যাংক।
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।