ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৃহস্পতিবার শুরু ইউএস ট্রেড-শো

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
বৃহস্পতিবার শুরু ইউএস ট্রেড-শো

ঢাকা: আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ২৪তম বার্ষিক ইউএস ট্রেড শো।

মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশিদের কাছে তুলে ধরতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের যৌথ আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই ট্রেড-শো চলবে ৫ মার্চ পর্যন্ত।



মঙ্গলবার (০১ মার্চ) মার্কিন দূতাবাস জানায়, প্রদর্শনীটিতে শতাধিক বুথ থাকবে। সেখানে বাংলাদেশে পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এমন পণ্য ও সেবা থাকবে। এই ট্রেড শো-তে দশ হাজারেরও বেশি অংশগ্রহণকারী অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর এবং প্রশস্ত হবে বলেও আশা করছে দেশটি।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন্স মার্শা ব্লুম বার্নিকাট বলেন, ইউএস ট্রেড-শো’তে বাংলাদেশে পাওয়া যায় এমন দারুণ সব আমেরিকান পণ্যের প্রদর্শনী হয়। এ ট্রেড শো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী অংশীদারিত্বকেও তুলে ধরবে।

তিনি বলেন, ২০১৫ সালে দুই দেশের মধ্যকার বাণিজ্য সাত বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আশা করি এবারের ট্রেড-শো দু’দেশের বাণিজ্য আরও বাড়াতে সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
জেপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।