ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: দেশের মৎস্যখাতে একক প্রজাতি হিসেবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) জাতীয় মাছ ইলিশের অবদান ১ শতাংশ। এছাড়া মোট মাছ উৎপাদনের ১১ শতাংশ ইলিশের দখলে।


 
উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের প্রায় ৫ লাখ মানুষ ইলিশ আহরণে সরাসরি জড়িত। ২০ থেকে ২৫ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে জাল ও নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিক্রয় ও রফতানির সঙ্গে।
 
মৎস্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাটকাসহ অন্যান্য মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জাল নির্মূলে প্রথমবারের মতো চলতি বছরের ৪ থেকে ১৮ জানুয়ারি বরগুনা, ভোলা ও পটুয়াখালীতে সম্মিলিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
                 
এসময় ১৬৪টি মোবাইল কোর্ট পরিচালনা, ৩২৯টি অভিযান চালিয়ে ৮৮৩টি বেহেন্দী ও ৭৭৭টি অন্যান্য জাল জব্দ করা হয়েছে।

এছাড়া জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ১৭৯টি মোবাইল কোট পরিচালনা, ৪৯৮টি অভিযান চালিয়ে ১৯ টন জাটকা, ৭০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
 
২০১৪-১৫ অর্থবছরে ইলিশের উৎপাদন শুন্য দুই শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ।
 
জাটকা ও মা ইলিশ নিধন রোধে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় উপকূলীয় এলাকার ২ লাখ ২৪ হাজার ১০২টি জেলে পরিবারের মধ্যে গত ছয় বছরে ১ লাখ ৫৮ হাজার ৭৮১ মেট্রিক টন ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।