ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উৎসবমুখর পরিবেশে রাজস্ব সংগ্রহের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মে ১৪, ২০১৬
উৎসবমুখর পরিবেশে রাজস্ব সংগ্রহের নির্দেশ

ঢাকা: করদাতাবান্ধব ও উৎসবমুখর পরিবেশে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের রাজস্ব সংগ্রহের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
শনিবার (১৪ মে) তিনি এ নির্দেশ দেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের রাজস্ব ভান্ডারকে শক্তিশালী করতে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় প্রত্যয়ে নানামুখী উদ্যোগ নিয়েছে এনবিআর। রাজনৈতিক নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করদাতাদের সঙ্গে আলোচনা ও অংশীদারিত্বের ভিত্তিতে রাজস্ব সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে।
 
যেসব সৎ ব্যবসায়ী স্বচ্ছতার সঙ্গে আমদানি-রপ্তানি ও ব্যবসা-বাণিজ্য করছে তারা এনবিআরের ‘বিশ্বস্ত অংশীজন ও অংশীদার’। আর যেসব ব্যবসায়ী অসৎ কৌশল অবলম্বনের মাধ্যমে রাষ্ট্রকে ন্যায্য রাজস্ব পাওনা থেকে বঞ্চিত করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান।
 
তিনি বলেন, দেশের কিছু কিছু স্থানে (রংপুর ও চট্টগ্রাম) কোনো কোনো কর্মকর্তা অসৎ ব্যবসায়ীদের কর ফাঁকিতে সহায়তা করছেন। তাদের শাস্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো কর্মকর্তা এ ধরনের কাজে জড়িত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বদলিসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
করদাতারা স্বাচ্ছন্দ্যে ও উৎসবমুখর পরিবেশে যাতে রাজস্ব পরিশোধ করতে পারে সেজন্য দায়িত্বশীল ভূমিকা রাখতে কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন চেয়ারম্যান।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৪, ২০১৬
আরইউ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।