ঢাকা: দেশের উন্নয়নের জন্য রাজস্ব প্রয়োজন। আর রাজস্ব উন্নয়নের অক্সিজেন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে এক সেমিনারে এ মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান।
ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন ও করদাতা উদ্ধুদ্ধকরণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্য করে চেয়ারম্যান বলেন, আপনাদের মাধ্যমে দেশের সব মানুষকে রাজস্বের এ বার্তা দেওয়া যায়।
দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নতুন ভ্যাট আইন নিয়ে উদ্বেগ থাকলে তা পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন আইন সুন্দর ভবিষ্যতের সূচনা করবে। নতুন ভ্যাট আইন পরিবর্তনে ব্যবসায়ী সংগঠন থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।
আইনে কোনো পরিবর্তন আসছে কি না এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, আমরা কাউকে বাদ দিয়ে কিছু করবো না। এ আইন নিয়ে ব্যবসায়ীদের আলোচনা চলছে। প্রধানমন্ত্রী আদেশ না দেওয়া পর্যন্ত আমরা কোনো পরিবর্তন আনবো না।
আইন বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি বলেও জানান মো. নজিবুর রহমান।
সাবেক সচিব ও পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়নে দুনীর্তি কমবে, মূসক আদায়ে স্বস্তি আসবে। এনবিআরের সক্ষমতা বৃদ্ধি পাবে।
রাজস্ব আদায় সবচেয়ে কঠিন কাজ। এনবিআরকে এ চ্যালেঞ্জ নিয়ে এ আইন বাস্তবায়ন করতে হবে বলেও জানান তিনি।
সমাজসেবা অধিদফতরের পরিচালক আবু মো. ইউসুফ বলেন, সমাজসেবা অধিদফতর ভ্যাট ছাড়া এ পর্যন্ত প্রায় ৬০ হাজার ক্লাব ও সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়েছে।
এসব প্রতিষ্ঠান এনজিও’র আওতায় পড়বে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নতুন নিবন্ধন দেওয়ার মূসক আদায়ে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এনবিআর সদস্য (মূসক নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, এনজিও ব্যুরো এনজিও সমূহকে পণ্য ক্রয়ে ৫ শতাংশ উৎসে মূসক কর্তনে ক্ষমতা দিয়েছে। নিবন্ধিত ও অনিবন্ধিত এনজিও এ মূসক কর্তনে বর্তমান আইনে জটিলতা রয়েছে। নতুন আইনে এ জটিলতা থাকবে না।
সেমিনারে পিকেএসএফ চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেমিনারে নতুন মূসক আইন নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর কমিশনার মো. মতিউর রহমান।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
আরইউ/এমজেএফ/