ঢাকা: কৃষি যন্ত্রাংশের সর্বাধিক পরিচিত ব্র্যান্ড রয়েল গ্রুপের বার্ষিক গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ জুন) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) কনভেনশ হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রয়েল গ্রুপের চেয়ারম্যান অলক সাহা বলেন, আমাদের দেশের কৃষি জমি ক্রমাগত হ্রাস পাচ্ছে। এরপরও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষকদের অনেক কৃতিত্ব রয়েছে। সেই সঙ্গে সরকারের কিছু ইতিবাচক সিদ্ধান্তও এর সঙ্গে যোগ হয়েছে।
তিনি বলেন, কৃষির এ সাফল্যে জন্য রয়েল গ্রুপও অংশীদার। বিগত ৫২ বছর ধরে কৃষিযন্ত্র ও যন্ত্রাংশেরর ব্যবসার সঙ্গে জড়িত এই প্রতিষ্ঠানটি। আমরা দেশব্যাপী দুই হাজারের বেশি ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে কৃষি যন্ত্রাংশ পৌঁছে দিচ্ছি। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে কৃষকদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও কৃষি আধুনিকরণের স্বার্থে সর্বাধুনিক প্রযুক্তি ও টেকসই যন্ত্রাংশ ব্যবহার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।
গ্রুপের চেয়ারম্যান অলক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এগ্রিক্যালচার মেশিনারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, সাবেক সভাপতি জাফর আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ দেশের বিভিন্নস্থান থেকে আসা হাজার দুয়েক ডিলার।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এমসি/জিসিপি/আইএ