ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কেনাকাটার পেমেন্ট বিকাশে ২০ শতাংশ ক্যাশ ব্যাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ৯, ২০১৬
কেনাকাটার পেমেন্ট বিকাশে ২০ শতাংশ ক্যাশ ব্যাক

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় মোবাইল  ফিনান্সিয়্যাল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ’র গ্রাহকরা রমজান মাসে ১৬ হাজারের বেশি দোকানে কেনাকাটার মূল্য বিকাশ’র মাধ্যমে পরিশোধ করলে সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
 
এ অফারের আওতায় গ্রাহকরা দেশের ৬১টি নামি ব্র্যান্ডের ৬৪৭টি আউটলেটের পাশাপাশি পাড়া/মহল্লার দোকানেও বিকাশ’র মাধ্যমে কেনাকাটা করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।


 
পহেলা রমজান (০৭ জুন) থেকে শুরু হওয়া অফারটি চলবে ঈদ-উল-ফিতরের দিন পর্যন্ত।

বিকাশ দিয়ে কেনাকাটায় অতিরিক্ত কোনো চার্জ প্রদান করতে হবেনা। গ্রাহক মূল্য পরিশোধ করার পরবর্তী দুই কর্মদিবসের মধ্যেই তার বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাক অ্যামাউন্ট জমা হবে।

বিকাশ ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপরে বেশ কিছু ইন্টারেক্টিভ ধাপ অনুসরণ করে এ সেবাটি গ্রহণ করা যাবে।

বিকাশ’র মাধ্যমে কেনাকাটা ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে যা দেশে একটি ডিজিটাল পেমেন্ট ইকো-সিস্টেম গড়ে তুলতে সহায়তা করছে। বর্তমানে দোকানে কেনাকাটা, হাসপাতালের বিল পরিশোধ, প্লেনের টিকিট কেনাসহ অনেক কিছুই করা যাচ্ছে।

এছাড়া দেশের চারটি মোবাইল অপারেটর- গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেলের মোবাইল ব্যাল্যান্স রিচার্জ করা যাচ্ছে বিকাশ’র মাধ্যমে।

বিকাশ অ্যাকাউন্ট খোলা একদম ফ্রি। যেকোনো পূর্ণ বয়স্ক ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এবং সঙ্গে দুই কপি ছবি দিয়ে বিকাশ’র যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। বর্তমানে দেশজুড়ে বিকাশ এর ১ লাখ ২০ হাজারের মতো এজেন্ট রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।