ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বকেয়া সংগ্রহ ও ভ্যাট অনলাইনে সর্বাত্মক সহযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
বকেয়া সংগ্রহ ও ভ্যাট অনলাইনে সর্বাত্মক সহযোগিতা

ঢাকা: অনাদায়ী রাজস্ব সংগ্রহ ও ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
 
বুধবার (২৭ জুলাই) দুপুরে এনবিআর সম্মেলন কক্ষে বকেয়া রাজস্ব সংগ্রহ ও এনবিআরের আধুনিকায়নে এফবিসিসিআই-এনবিআরের সঙ্গে দ্বিপাক্ষিক সভায় এনবিআর চেয়ারম্যানকে তিনি এ প্রতিশ্রুতি দেন।


 
চেয়ারম্যানকে আশ্বস্ত করে তিনি বলেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে এনবিআরের অনাদায়ী পাওনা রাজস্ব পরিশোধ করার ক্ষেত্রে এফবিসিসিআই থেকে সর্বাত্মক সার্বিক সহযোগিতা করা হবে।
 
তিনি বলেন, অনাদায়ী রাজস্ব সংগ্রহে এনবিআর থেকে যত বেশি প্রচেষ্টা অব্যাহত থাকবে ততো বেশি ভালো ফল আসবে এবং দ্রুত প্রাপ্য রাজস্ব সংগ্রহ করা সম্ভব হবে। এনবিআর-এফবিসিসিআই গুরুত্বপূর্ণ অংশীদার।
 
ব্যবসা-বাণিজ্য, সম্প্রসারণ, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র উন্মোচিতকরণসহ দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নে কার্যকর ভূমিকা রাখছে এফবিসিসিআই। এক্ষেত্রে এফবিসিসিআই সবসময় রাজস্ব বোর্ড থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছে। ভবিষ্যতেও রাজস্ব বোর্ড থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন সভাপতি।
 
আগামী অর্থবছর থেকে বাস্তবায়িত হতে যাওয়া মূসক অনলাইন প্রকল্প বাস্তবায়নে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে এফবিসিসিআই। এক্ষেত্রে ব্যবসায়িক কমিউনিটিকে সচেতন করার ক্ষেত্রে ভূমিকা রাখা হবে বলেও আশ্বস্ত করেন মাতলুব আহমাদ।
 
বকেয়া রাজস্ব সংগ্রহে সহযোগিতার প্রতিশ্রুতির জন্য এফবিসিসিআই’র সভাপতিকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, এফবিসিসিআই এনবিআরের গুরুত্বপূর্ণ অংশীজন। রাজস্ব ভাণ্ডারকে শক্তিশালীকরণ ও জাতীয় জীবনের সর্বত্র একটি করদাতাবান্ধব-রাজস্ববান্ধব সংস্কৃতি চালু করার ক্ষেত্রে এফবিসিসিআই সবসময় সহযোগিতা করে আসছে।
 
বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে এনবিআরের প্রাপ্য বকেয়া পাওনা সুষ্ঠুভাবে সংগ্রহ করার ক্ষেত্রে ভবিষ্যতেও এফবিসিসিআই’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
এফবিসিসিআই’র প্রয়োজনীয় সহায়তা সবসময় পাওয়া গেলে বিপুল পরিমাণে অর্থ সরকারি কোষাগারে জমা হবে, যা প্রধানমন্ত্রী ঘোষিত ‘রূপকল্প-২০২১ ও ২০৪১’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
আরইউ/জেডএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।