ঢাকা: ৯ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, এসব প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সম্পূর্ণ টাকাই সরকার দেবে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমআইএস/এএসআর
** মাথাপিছু আয় এখন ১৪৬৫ ডলার
** লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রবৃদ্ধি অর্জন ৭.১১ শতাংশ