ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাভারে আয়কর মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
সাভারে আয়কর মেলা শুরু

সাভার (ঢাকা): ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’-এ স্লোগানকে সামনে রেখে সাভারে শুরু হয়েছে আয়কর মেলা-২০১৬।
 
রোববার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাভার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান এনাম।

কর কমিশনার শাহীন আক্তারের সভাপতিত্বে আয়কর মেলায় বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত কর কমিশনার (কর অঞ্চল-১২) মো. শামীমুর রহমান, সাভার পৌর মেয়র মো. আব্দুল গণি, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়সার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ।
মেলায় গ্রাহকদের ২০১৬-২০১৭ কর বর্ষে রির্টান গ্রহণ, ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধন এবং অন্যান্য সেবা দেওয়া হবে।  

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে কর অঞ্চল-১২ এর আয়োজনে সাভারে অনুষ্ঠিত হয় এ আয়কর মেলা।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।