ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন আর্থিক প্রতিষ্ঠানে নতুন প্রধান নির্বাহী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
তিন আর্থিক প্রতিষ্ঠানে নতুন প্রধান নির্বাহী

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধীনস্থ তিনটি আর্থিক প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

ঢাকা: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধীনস্থ তিনটি আর্থিক প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

মোহাম্মদ ইকব‍াল হোসেনকে আইসিবি সিকিউরিটিজ ট্রেনিং কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. এমদাদ হোসেন মোল্লাকে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নাসরিন সুলতানাকে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী করা হয়েছে।


 
এই তিনজনই আগে আইসিবি’র মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
 
বৃহস্পতিবার (১০ নভেম্বব) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
 
এতে বলা হয়েছে, আইসিবি’র অধীনস্থ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আন্ত:বদলির মাধ্যমে তাদের পদায়ন করা হলো।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।