ঢাকা: ২০১৮ সালের পরে দেশে বাংলাদেশের পোশাক খাতের সংস্কারবিষয়ক দুই ক্রেতাজোট ইউরোপের অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ এবং উত্তর আমেরিকার অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’র প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এ ক্ষেত্রে সক্ষমতা অর্জনের জন্য ৫শ’ জন ইনপেক্টর পরিদর্শক নিয়োগ দিয়েছি। তার মধ্যে ২৩২ জনকে ইতোমধ্যে নিয়োগে দেওয়া হয়েছে। বাকিদেরও এক বছরের মধ্যে পিএসসি নিয়োগ দেবে।
এছাড়া ২০২১ সালের মধ্যে দেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ হবে এবং ২০২৫ সালের কোনো সেক্টরে শিশুশ্রম থাকবে না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরএম/ওএইচ/আরআই