ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘উৎসের সন্ধানে স্বপ্ন’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
‘উৎসের সন্ধানে স্বপ্ন’

ভোক্তাদের কাছে নানা ধরনের পণ্য সাশ্রয়ীমূল্যে তুলে দিচ্ছে দেশের ১ নম্বর ও সর্ববৃহৎ রি-টেইল চেইনশপ স্বপ্ন। ‘কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার’ শ্লোগানে স্বপ্নের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৫৫টি নিজস্ব আউটলেট এবং ১৩টি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন ন্যায্য দামে ফ্রেশ পণ্য।

ঢাকা: ভোক্তাদের কাছে নানা ধরনের পণ্য সাশ্রয়ীমূল্যে তুলে দিচ্ছে দেশের ১ নম্বর ও সর্ববৃহৎ রি-টেইল চেইনশপ স্বপ্ন। ‘কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার’ শ্লোগানে স্বপ্নের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৫৫টি নিজস্ব আউটলেট এবং ১৩টি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন ন্যায্য দামে ফ্রেশ পণ্য।

বর্তমানে নিজস্ব তত্ত্বাবধানে মানিকগঞ্জ, নরসিংদী, অটিবাজার, বগুড়া, পাবনা, স্বাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, রাজশাহী, ভৈরব, মধুপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বপ্নে আসছে শাক-সবজি, মাছ ও ফল। স্বপ্নের প্রায় সবগুলো আউটলেটেই পাওয়া যাচ্ছে নদীর সুস্বাদু দুর্লভ বড় মাছও।

গত ছয়মাস ধরে স্বপ্ন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর গ্রামের বিভিন্ন সবজিখেত থেকে নানা জাতের সবজি সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে ভোক্তাদের কাছে বিক্রি করে আসছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বকচর গ্রামে ‘উৎসের সন্ধানে স্বপ্ন’ শীর্ষক উৎস পরিদর্শন অনুষ্ঠানের আয়োজন করে স্বপ্ন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি ও আয়নাবাজি খ্যাত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ৫০ জন কৃষককে স্বপ্নের পক্ষ থেকে মৌসুমী বীজ ও সার বিতরণ করেন।

পরে গ্রামের বিভিন্ন সবজিখেত পরিদর্শন করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও অভিনেতা চঞ্চল চৌধুরী। তারা কৃষকদের সঙ্গে বিভিন্ন বিষয়েও কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক লিমিটেডের (স্বপ্ন) নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, সিংগাইর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘ব্যবসায়িক কার্যক্রমের শুরু থেকেই স্বপ্ন সব সময় উৎস থেকে আনা শাক-সবজি, মাছ ও ফল ক্রেতাদের হাতে তুলে দিতে চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে ৬৫ শতাংশের বেশি শাক-সবজি, মাছ ও ফল নিজস্ব তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বপ্নে আসছে’।

তিনি বলেন, ‘আমরা মানিকগঞ্জের সিংগাইর থেকে প্রচুর পরিমাণে লাউ, শিম, ঢেঁড়শ, বেগুন, বরবটিসহ বিভিন্ন ধরনের সবজি কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে বাজারজাত করছি’।
 
‘উৎস থেকে স্বপ্নে আসা শাক-সবজি, মাছ ও ফল নেওয়ার আগে ও পরে পরীক্ষা করা হয় পণ্যের গুনগত মান। স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ফরমালিন, কার্বাইড, ইথোফেনসহ কোনো রাসায়নিক উপাদান এসব শাক-সবজি, মাছ ও ফলে ব্যবহার করা হয়েছে কি-না সেটাও পরীক্ষা করে তারপর ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয়’।
 
নাসির বলেন, ‘এসবের মাধ্যমে কৃষকরা মধ্যস্বত্ত্বভোগীদের প্রভাব এড়িয়ে সরাসরি স্বপ্নে পণ্য সরবরাহ করে বুঝে পাচ্ছেন ন্যায্য দামে পণ্য বিক্রি করার অধিকার। আর ক্রেতারা বুঝে পাচ্ছেন সরাসরি উৎস থেকে আসা ফ্রেশ পণ্য ন্যায্য দামে কেনার অধিকার’।

‘১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাচ্ছি। মূলত সাধারণ জনগণ ও কৃষকদের সঙ্গে সেতুবন্ধন তৈরি করাই আমাদের কাজ’।

‘সারা দেশে স্বপ্ন কৃষক ও ভোক্তাদের ছোট ছোট স্বপ্ন পূরণের লক্ষ্যে নেমে গেছে’ বলেও মন্তব্য করেন সাব্বির হাসান নাসির।

তিনি জানান, স্বপ্ন নিয়মিতভাবে বিভিন্ন উৎসে কৃষকদের নিয়ে কর্মশালার আয়োজন করে আসছে। যার মাধ্যমে কৃষকদেরকে ক্ষতিকারক রাসায়নিক উপাদান ব্যবহার না করে শাক, সবজি ও ফলের ফলন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বপ্নের এ প্রয়াসকে ক্রেতাদের সামনে তুলে ধরতেই ‘উৎসের সন্ধানে স্বপ্ন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন বলেও জানান সাব্বির হাসান নাসির।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।