ঢাকা: কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র(সিএসিসিআই) তাইওয়ানে অনুষ্ঠিত ৩০তম সম্মেলনে ‘বিগ ক্যাটাগরি’তে ৭ম স্থানীয় চেম্বার অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)।
বিডব্লিউসিসিআই’র সভাপতি সেলিমা আহমাদ সিএসিসিআইয়ের সভাপতি মি. জামেল ইনাইশভিলি’র কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
গত ২৩-২৫ নভেম্বর তাইওয়ানের রাজধানী তাইপেতে সিএসিসিআইয়ের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়। চায়না আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এসোসিয়েশন (সিআইইসিএ) এবং চায়না ন্যাশনাল এসোসিয়েশন অব ইন্ডাস্ট্রি এন্ড কমার্স (সিএনএআইসি) এর যৌথ সহায়তায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ-এর নেতৃত্বে এফবিসিসিআইয়ের ১২ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নেয়।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই) হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর শীর্ষ চেম্বার অব কমার্স এবং এসোসিয়েশনগুলোর একটি সংগঠন যা এ অঞ্চলের প্রায় ৩৫ লক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ করে।
ব্যবসায়ীদের সহায়তায় এটি একটি গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে কাজ করছে। সিএসিসিআইয়ের প্রাথমিক সদস্য দেশগুলো হচ্ছে, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, জর্জিয়া, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
সোমবার এফবিসিসিআইএর এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আরআই