ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেকসই উন্নয়নের হাতিয়ার হতে পারে প্রাণিসম্পদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
টেকসই উন্নয়নের হাতিয়ার হতে পারে প্রাণিসম্পদ

টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে প্রাণিসম্পদ প্রতিপালন অন্যতম হাতিয়ার হতে পারে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

রাজশাহী: টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে প্রাণিসম্পদ প্রতিপালন অন্যতম হাতিয়ার হতে পারে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

 

রাজশাহী অঞ্চলের দরিদ্র মানুষকে আত্মনির্ভরশীল করতে গরু-ছাগল, হাঁস-মুরগি প্রতিপালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

বেসরকারি উন্নয়ন সংগঠন ‘হেইফার ইন্টারন্যাশনাল’র বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার মোল্লাডাইং গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলছিলেন তিনি।

হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আসাদুজ্জামান, উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর আব্দুল অদুদ, স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর উপ-পরিচালক দেওয়ান শাহরিয়ার ফিরোজ, রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিজামউদ্দীন, পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হক, হুজুরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আকতার ফারুক প্রমুখ।

সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০২১ সালের মধ্যে সরকার দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য সপ্তম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা, এনএসএপিআর-২, রূপকল্প ২০২১ সহ বিভিন্ন উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় বক্তারা উন্নত প্রাণিসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র মানুষকে আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এসএস/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।