ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডলুরা শুল্ক স্টেশন জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
ডলুরা শুল্ক স্টেশন জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে ডলুরা শুল্ক স্টেশন জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে-ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব নজিবুর রহমান বলেছেন, ডলুরায় শুল্ক স্টেশন স্থাপন হলে সুনামগঞ্জে অর্থনৈতিক উন্নতি ঘটবে। এ শুল্ক স্টেশন জাতীয় অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ইউনিয়ন জাহাঙ্গীর নগরের ডলুরা গ্রামে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ শুল্ক স্টেশন চালু করার জন্য আমি সব ধরনের সহযোগিতা করব।

শুল্ক স্টেশন স্থাপন হলে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হবে। এছাড়া ভারতের শিলং থেকে এই এলাকার দূরত্ব কম হওয়ায় দুই দেশের ব্যবসায়ীরাই এতে লাভবান হবেন।

নজিবুর রহমান বলেন, ভারতের পররাষ্ট সচিবের বাংলাদেশে আসার কথা রয়েছে। তিনি এলে কীভাবে দ্রুত শুল্ক স্টেশনটি চালু করা যায় সে ব্যাপারে আলোচনা করা হবে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খাইরুল হুদা চপলের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ্, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ২৮ বডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার সঞ্জয় সরকার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছুদ আলী প্রমুখ।

এসময় ভারতের ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিপি সুরেকা ও মহেষ জালান।

খুব শিগগির যেন শুল্ক স্টেশনটি চালু করা যায় সেজন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে সুনামগঞ্জের ব্যবসায়ী নেতারা দাবি জানান।
 
মতনিনিময় সভার আগে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ভারতীয় সীমান্ত ডলুরা শুল্ক স্টেশনের জায়গা পরিদর্শন করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।