বুধবার (১১ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত বৈঠকে কমিটি এ প্রস্তাব অনুমোদন দেয়। বৈঠক থেকে বের হয়ে যাওয়ার সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংবাদিকদের এ কথা বলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, মিয়ানমার থেকে জি-টু-জি (সরকার থেকে সরকার) ভিত্তিতে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এখন এ ব্যাপারে চুক্তি হবে। প্রতি টন চালের মূল্য পড়বে ৪শ’ ৪২ ডলার। এ হিসাবে এক লাখ মেট্রিক টন চালের মূল্য হবে ৩শ’ ৬৬ কোটি ৮৬ লাখ টাকা।
এছাড়া বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৬৯১টি বই মুদ্রণের প্রস্তাব এসেছিল, তাও অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১১২ কোটি ৮৯ লাখ ২৮ হাজার টাকা।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এসকে/ওএইচ/