ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেটলাইফ ম্যানেজারের বিরুদ্ধে চেক আত্মসাতের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
মেটলাইফ ম্যানেজারের বিরুদ্ধে চেক আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহ: বাংলাদেশ মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানির ম্যানেজার সাখাওয়াত হোসেন সুমনের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের কর্মচারীর পেনশনের চেক আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে গৌরীপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা মো. তাইজউদ্দিন কোম্পানির কমপ্লেইন ডিপার্টমেন্ট ম্যানেজার বরাবরে লিখিতভাবে এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে র্দীঘদিন পলিসি দিতে পারেননি মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানির ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মো. তাইজ উদ্দিন।

ফলে নিয়ম অনুযায়ী কোম্পানি তাকে নন প্রডাক্টশনে টার্মিনেট করে।

অভিযোগকারী তাইজউদ্দিন বাংলানিউজকে জানান, এ বিষয়ে বার বার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা পাইনি। পরবর্তীতে তথ্য প্রমাণাদিতে জানা যায় কোম্পানির ইউনিট ম্যানেজার সাখাওয়াত হোসেন সুমন, এজেন্সি ম্যানেজার জাকির হোসেন ও অফিস সহকারী পারভেজ হোসেনের যোগসাজসে আমার নামে ইস্যুকৃত চেকটি আত্মসাত করা হয়েছে।

অভিযুক্ত ইউনিট ম্যানেজার সাখাওয়াত হোসেন সুমন বলেন, অভিযোগটি সত্য নয়। আমাকে ফাঁসাতেই এমন মনগড়া অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।