বৃহস্পতিবার (নভেম্বর ০২) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
মেলার প্রথম দিনে আয়কর সেবা নিয়েছিলেন ৭৯ হাজার ১১২ জন করদাতা।
চলতি বছর ১ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি জেলা শহরে ৪দিন, তৃতীয়বারের মতো ৩৪টি উপজেলায় ২দিন এবং ৭১টি উপজেলায় ১ দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করসেবা প্রদান করা হয়।
এবারের আয়কর মেলা-২০১৭ এর বিশেষ আকর্ষণ গর্বিত করদাতাদের ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ প্রদান। ডিজিটাল এ স্মার্ট কার্ড এনবিআরের ইনোভেশন। করদাতাদের উৎসাহ ও স্বীকৃতি প্রদানের জন্য ঢাকা ও চট্টগ্রাম অনুষ্ঠিত আয়কর মেলায় রিটার্ন দাখিলের সাথে সাথে একটি স্মার্ট কার্ড প্রদানের সিদ্ধান্ত নেয় এনবিআর। এ কার্ড নিতে সম্মানিত করদাতারা প্রথম দিন ব্যাপক রিটার্ন প্রদান করেন। একই সাথে দ্বিতীয় দিনও রিটার্ন প্রদান করে এ কার্ড নিতে ভিড় করেন করদাতারা। দ্বিতীয় দিন পর্যন্ত মেলায় প্রায় ১০ হাজার করদাতাকে স্মার্ট কার্ড প্রদান করা হয়।
শুধু তাই নয়, ভবিষ্যত করদাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের কর বিষয়ে সচেতনতা তৈরিতে দ্বিতীয়বারের মতো কর শিক্ষণ ফোরাম মেলায় বাড়তি আর্কষণ সৃষ্টি করেছে। মেলার দ্বিতীয় দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ৪৮ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক অংশ নেন। শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং কর বিষয়ে জ্ঞান লাভ করেন। পরে মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীরা ‘আয়করের ভূমিকা: বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে আয়করের ভূমিকা’ শিরোনামে রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে ১০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করেন।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২,২০১৭
এসজে/আরআই