ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমিল্লায় অনলাইন রিটার্ন সাবমিশন বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
কুমিল্লায় অনলাইন রিটার্ন সাবমিশন বিষয়ক কর্মশালা কুমিল্লা কর অঞ্চল আয়োজিত কর্মশালা

কুমিল্লা: কুমিল্লায় পে-রোল ট্যাক্স ও অনলাইন রির্টান সাবমিশন বিষয়ক কর্মশালা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে কুমিল্লা কর অঞ্চল ও জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসএনর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার ড. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন কর্মশালা পরিচালনা করেন।

কর অঞ্চল-কুমিল্লার যুগ্ম কর কমিশনার মাহ্মুদুল হাছান ভূইয়া কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় ব্যক্তিশ্রেণি করদাতাদের আয়কর আইনের প্রয়োগ ও সংশ্লেষ, কীভাবে নিখুঁতভাবে ব্যক্তির আয়কর বিবরণী পূরণ করতে হয়, সাধারণ ভুলের পুনরাবৃত্তি না করে সম্পদ বিবরণী কীভাবে তৈরি করতে হয়, সর্বাত্মক ত্রুটিমুক্ত ব্যয় বিবরণী তৈরি এবং অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ওপর আলোচনা হয়।

ইতোপূর্বে কর অঞ্চল কুমিল্লার উদ্যোগে কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা জজশিপ এবং কুমিল্লার বিভিন্ন স্কুল ও কলেজে এ ধরনের কর্মশালার আয়োজিত হয়েছে।

কর্মশালায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, যারা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ মোতাবেক আয়কর রিটার্ন দাখিলে বাধ্য তারা যেন বাধ্যতামূলকভাবে সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেন। সচেতনতার অভাবে অনেক সময় বৈধ আয়ও অবৈধ আয় হিসেবে গণ্য হয়। এ জন্য তিনি সচেতনভাবে আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।