বৃহস্পতিবার (০৫ এপ্রিল) পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভারত পুরি’র বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভারত পুরি সম্প্রতি বাংলাদেশ সফরে এসে বলেন, বাংলাদেশে পিডিলাইটকে গুণগতমান ও নতুন উদ্ভাবনের মাধ্যমে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর।
‘ফেভিকল ওয়ান কে পি ইউ আর’ এবং ‘ফেভিকল মেরিন’ বাংলাদেশের এডহেসিভ মার্কেটে আনা হয়েছে যা উন্নত গ্রেডের কাঠের আঠা হিসেবে কাঠ মিস্ত্রিদের কাছে ইতোমধ্যেই সমাদৃত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পিডিলাইট ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ব্র্যান্ড ফেভিকল বাংলাদেশে আঠার সমার্থক হিসেবে ব্যবহার হয়ে আসছে। পণ্যটি ব্যবহারকারীরা অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে ব্যবহার করে আসছে।
উৎপাদক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে বিক্রয়কৃত ৮০ শতাংশ পণ্যই বাংলাদেশে উৎপাদিত। এছাড়া সার্ক দেশ সমূহ বিশেষ করে শ্রীলংকা, নেপাল ও পাকিস্তানেও বাংলাদেশ থেকে পণ্য রফতানি হচ্ছে। বাংলাদেশে উৎপাদিত পিডিলাইটের সব পণ্য সমূহ শতভাগ কমপ্লায়েন্ট এবং বিশ্বমান নিশ্চিত করে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- প্রভাকর জৈন (সিইও ইন্টারন্যাশনাল অপারেশন), মানব ঘোষ (প্রেসিডেন্ট), ভিশাল মালহান (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) সহ পিডিলাইট বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরবি/