ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বনশ্রীতে ডেইলি শপিংয়ের আরেকটি শোরুম চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
বনশ্রীতে ডেইলি শপিংয়ের আরেকটি শোরুম চালু রাজধানীর বনশ্রীতে আরও একটি শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ডেইলি শপিং। ছবি: বাংলানিউজ

ঢাকা: নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাজধানীর বনশ্রীতে আরও একটি শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ডেইলি শপিং। এ নিয়ে বনশ্রীতে ডেইলি শপিংয়ের সাতটি শোরুম চালু হলো।

সম্প্রতি দক্ষিণ বনশ্রীর কে-ব্লকে শোরুমের উদ্বোধন করেন প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

ডেইলি শপিংয়ের শোরুম থেকে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারছেন ক্রেতারা।

এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে রয়েছে বিভিন্ন ধরনের ছাড় ও অফার।

ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন) গালিব ফাররোখ বখত্ ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকারসহ ডেইলি শপিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বর্তমানে রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৫১টি শোরুম চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।