আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৫৫ কোটি ৩৮ লাখ ডলার। ফলে একছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫৪ কোটি ১৯ লাখ।
রোববার (০৪ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসে এসেছে ১৩১ কোটি ৮২ লাখ ডলার, আগস্ট মাসে ১৪১ কোটি ১০ লাখ ডলার ও সেপ্টেম্বর মাসে এসেছে ১১২ কোটি ৭৩ লাখ ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি মার্কিন ডলার, বিশেষায়িত দু’টি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৫০ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৩ কোটি ডলার।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এসই/জেডএস