রোববার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইএফসি’র কর্মকর্তারা উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি-বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে আইএফসি’র বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সালমান এফ রহমান ব্যবসা-বাণিজ্য সহজ ও সাবলিল করার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে এবং সহজীকরণে প্রধানমন্ত্রী যে পরিবর্তন এনেছেন তার ফলাফল পাচ্ছেন ব্যবসায়ী সমাজসহ পুরো দেশের জনগণ।
এসময় উপস্থিত ছিলেন- আইএফসি’র সিনিয়র ইকোনমিস্ট এম মাশরুর রিয়াজ এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।
বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসই/জিপি