সোমবার (১৩ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে নামপ্রকাশে অনিচ্ছুক এক এনবিআর কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংকের অধীন ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা মোতাবেক তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে সব তফসিলি ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে আাগামী সাতদিনের মধ্যে তাদের নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জানাতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এসএমএকে/ওএইচ/